‘কবর রচিত হবে, বিএনপি-জামায়াত যেন পালাতে না পারে’

414

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট থেকে সরে যেতে বিএনপি-জামায়াত নানা অজুহাত দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, তারা যাতে মাঠ থেকে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মেসি-নেইমার গোল মিস করতে পারেন। কিন্তু নির্বাচনে শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। এই নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচিত হবে।

image-125778-1545667341

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সোমবার আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা-৫ আসনে মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নৌকা মার্কার সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা আসবে না। এখন ঠিকই নাকে খত দিয়ে তারা নির্বাচনে এসেছে।’

সভায় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন, নারী এমপি উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.