কবি আল মাহমুদের চিকিৎসার ভার নিলেন ইবনে সিনা

674

‘সোনালী কাবিন’-এর কবি আল মাহমুদ ইবনে সিনা ট্রাস্ট তাঁর সকল চিকিৎসা ভার গ্রহন করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইবনে সিনা কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণের কথা জানান।
51737771_565051187345643_7118967688222736384_n
ইবনে সিনা হাসপাতালের এডমিন সিনিয়র জিএম আনিসুজ্জামান জানান, ইবনে সিনা ট্রাস্ট তাঁর সকল চিকিৎসা ভার গ্রহন করেছে। সেই মহান এই কবি’র সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত শনিবার রাতে গুরুতর অসুস্থ কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ভর্তির পর তাকে আইসিইউতে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।
52518104_230332581254421_1060387271733149696_n
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিও তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি।

আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ব্যবসায়ী পরিবারে ১১ জুলাই ১৯৩৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একুশ বছর বয়স পর্যন্ত এ শহরে এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত জগতপুর গ্রামের সাধনা হাইস্কুলে এবং পরে চট্টগ্রামের সীতাকুন্ড হাইস্কুলে পড়াশোনা করেন। এ সময়েই লেখালেখি শুরু।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.