করোনায় মারা গেলেন ওয়াশিংটন আ’লীগের উপদেষ্টা

241
নিউজবিডিইউএসঃকরোনা ভাইরাসে মারা গেলেন মেট্টো ওয়াশিংটন আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা প্রফেসর জিয়াউদ্দিন খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ৪ জুলাই ঢাকার ইমপালস্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান। received_270349620725202
৭৬ বছর বয়সী এই নেতাকে ঢাকার বুদ্ধিজীবি কবরস্হানে দাফন করা হয়। গত ফেব্রুয়ারিতে আমেরিকা থেকে ঢাকায় আসেন।
এদিকে তার মৃত্যুতে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ শোক প্রকাশ করেছে। বার্তায় তারা বলেন– অত্যন্ত অমায়িক,দেশপ্রেমিক এবং সত্যিকারের একজন মুজিব সৈনিক হিসেবে যথেষ্ঠ সুনাম ছিল উনার। মেট্রো ওয়াশিংটন আ:লীগের একজন সুহৃদ হিসেবে উনি সব সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন,মেট্রো ওয়াশিংটন আওয়ামী পরিবারের সবাই উনার স্নেহাস্পদে ধন্য ছিলেন এবং সবাই উনাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতেন। উনার মৃত্যুতে মেট্রো ওয়াশিংটন আ:লীগ একজন সত্যিকারের অভিভাবক হারালো। আমরা উনার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এছাড়াও মেট্টো ওয়াশিংটন যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ শোক প্রকাশ করেছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.