কর্মপন্থা নির্ধারণে ঐক্যফ্রন্টের বৈঠক মঙ্গলবার
নির্বাচন পরবর্তী আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম মিন্টু। তিনি আরও জানান, বৈঠকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।