কর্মবিরতির পর বিশ্ববিদ্যালয় গুলোতে ক্লাস শুরু
মুহাঃ হাসানুল বান্না খানঃ
শিক্ষকদের লাগাতার কর্মবিরতির পর আজ বুধবার থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গুলোতে ক্লাস শুরু হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস হয়নি। কারন হিসেবে রাবি শিক্ষকেরা বলেছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিদ্ধান্ত তারা গতকাল সময়মত জানতে পারেননি। তবে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. রেজাউল করিম জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাবির সকল বিভাগে ক্লাস-পরীক্ষা্য় অংশ নিবেন শিক্ষকরা। আজ সন্ধ্যায় সমিতির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য নতুন বেতন কাঠামোতে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলে তিনি শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন। তবে তারা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দাবি পুরণের সময় দিয়েছেন। এর মধ্যে দাবি পুরণ না হলে ঐদিন তারা নতুন কর্মসূচি দিবেন বলে জানা গেছে।
নিউজবিডিইউএস/বান্না/জানুয়ারী ২০, ২০১৬ ইং