কলঙ্কিত বিডিআর বিদ্রোহের ষষ্ঠ বছর আজ

267

নিউজবিডিইউএস ডেস্কঃ

আজ কলঙ্কিত বিডিআর বিদ্রোহের ষষ্ঠ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনা সমগ্র পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সেদিন পিলখানায় বিডিয়ার বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হয়েছিলেন। পিলখানার সেই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সারাদেশের ৫৭টি ইউনিটে। শতাধিক সেনা পরিবার বিডিআরের বিপথগামী ঘাতকদের হিংগ্র পৈশাচিক থাবায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। এতিম হয় অনেক শিশু। অর্ধশতাধিক নারী হয়েছিলেন বিধবা। বহু পিতা-মাতার বুক খালি হয়। এই অভিশাপ কেবল ভুক্তভোগী পরিবারগুলোরই নয়, গোটা দেশ ও জাতির

BDR-Mutiny-5th-anniversary-2

পিলখানার ঘটনায় মোট ৩টি মামলা হয়। এদের মধ্যে বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলা নিষ্পত্তি হলেও বিস্ফোরক দ্রব্য মামলা চলমান। গত ৫ নভেম্বর ২০১৩ সালে তৃতীয় দায়রা জজ আদালতে এই হত্যা মামলার রায় দেয়া হয়। এতে হত্যা মামলায় ১৫২ জনের ফাঁসি ও ১৫৯ জনকে যাবজ্জীবন দেয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে কারাগারে থাকা অবস্থায় ২ জনের মৃত্যু হয়।

11-BDR-mutiny-copy20150225024011

অপরদিকে বিস্ফোরক মামলায় বিশেষ ট্রাইব্যুনালে মামলা নং-৭৭৭/১০, যার মোট আসামি ৮৩৪ জন। এদের মধ্যে ২১ জন পলাতক রয়েছেন। সরকার পক্ষের ১৩৪৫ জন সাক্ষীর মধ্যে মোট ২৬ জনের সাক্ষগ্রহণ শেষ হয়েছে। ২৭তম সাক্ষী বাদী নবজোতি খিশার (তৎকালীন ওসি লালবাগ) জেড়া বাকি রয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মার্চ হবে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.