কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি
সংগঠন বিরোধী কার্যক্রম করায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সাতক্ষীরার জেলা ছাত্রলীগ।
শুক্রবার রাতে জেলা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সংগঠন বিরোধী কার্যক্রম করায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হইলো এবং সংগঠনকে গতিশীল করতে আগামী এক সপ্তাহের মধ্যে আগ্রহীদের জীবনবৃত্তান্তসহ জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বরাবর আবেদন করার জন্য বলা হইল।’