কসবা সীমান্তে ৩১ রোহিঙ্গাকে পুশব্যাকের চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী ভারতীয় সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে বিএসএফ। এঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
তবে, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা রোহিঙ্গা নয় ভারতীয়।
উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত থেকে কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে রোহিঙ্গা সদস্যরা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শফিক বলেন, সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারীরা, আমরা মনে করি তারা ভারতীয় নাগরিক। তারা কারা পতাকা বৈঠকের পর তাদের সম্পর্কে জানা যাবে।