কাতালোনিয়া বার্সিলোনা শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতির সাথে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ

190

ফেরদৌসী আক্তার পলিঃ  রবিবার দুপুর ১২ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন এর কাতালোনিয়া বার্সিলোনা শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়ার দেশে যাওয়া উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

15934088_742453639243582_704501238_o

এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বি এন পীর উপদেষ্ঠা মুক্তার আহমেদ,  বি এন পির সভাপতি শফিউল আলম শফি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ আর লিটু, সিনিয়র সহ সভাপতি এম লায়েব, সাংগঠনিক সম্পাদক আলমগীর তাজ,  এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন এনাম রাজন সুমন মাসুম কুতুব সহ আরো অনেকে, অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ আক্কাস মিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.