কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

340

অনলাইন ডেস্কঃকানাডার টরন্টো প্রবাসী বাংলাদেশের বড়লেখা মৌলভীবাজারের সন্তান মো: আইন উদ্দীন বকুল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। Screen-Shot-2018-12-26-at-3.51.39-AM-1068x558জানা যায়, ২৫ ডিসেম্বর রাত সোয়া ২টায় হাইওয়ে 401 এর Brighton, ON সংলগ্ন সড়কে দুর্ঘটনার খবর পায় পুলিশ। বিধ্বস্ত গাড়িতে চালকসহ ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চালক আইন উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
কীভাব এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।
মৃত্যুকালে ১ মেয়ে, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.