কানেকটিকাটে সঙ্গীত একাডেমি’র জমজমাট বসন্ত উৎসব

221

নিজস্ব প্রতিবেদক, নিউ ইয়র্কঃ বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসব ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রতি বছরের মতো এবারো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে উদযাপিত হয়েছে ‘বসন্ত উৎসব ১৪২৩’।

Sangeet-Academy-01

স্থানীয় সঙ্গীত একাডেমির আয়োজনে গত ১৮ মার্চ শনিবার ম্যানচেস্টার শহরের সেইন্ট মেরী ইপিসকোপাল চার্চের মিলনায়তনে অনুষ্ঠিত এ বসন্ত উৎসবে শত শত প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে। বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ উৎসব।

Sangeet-Academy-2

অনুষ্ঠানে বসন্তের গান, কবিতা ও যাদু প্রদর্শনীর পাশাপাশি সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শকশ্রোতারা তন্ময় হয়ে একদিনের জন্য হারিয়ে যান অন্য এক জগতে। কয়েক ঘন্টার জন্য হলেও দর্শকরা দেশীয় আমেজে বসন্ত উৎসবের স্বাদ ফিরে পান।

Sangeet-Academy-283

আবৃত্তিকার সংস্কৃতিসেবী ফারহানা রশিদ লুনা’র উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউ ইয়র্ক প্রবাসী জনপ্রিয় বাউল শিল্পী রেজাউল করিম, সমকালীন ও লোকগানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা, কানেকটিকাটের সুপরিচিত কন্ঠশিল্পী রশিদা আখন্দ লাকী, মেরী হাওলাদার বেবী, সুমাইয়াহ সুখ, তাসমিহা আমির,বর্ষা সরকার, অনিন্দিতা চক্রবর্তী মিষ্টি, ব্রিয়ানা বিশ্বাস, আরিয়ানা বৈরাগী, এনিশা বৈরাগী, ফিহা আমীর অরোরা ও মার্সিয়া আহসান মিশু। ঢোল তবলা ও কীবোর্ড বাজিয়ে শিল্পীদের সঙ্গত করেন প্রবাসের জনপ্রিয় ঢোলবাদক শফিক মিয়া, রেজাউল করিম ও মোঃ জামান।

Sangeet-Academy-9

অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য জাদু প্রদর্শন করেন প্রবাসের জনপ্রিয় জাদুশিল্পী আশরাফ খান।

Sangeet-Academy-4

এছাড়াও কবিতা আবৃত্তি করেন কানেকটিকাটের সুপরিচিত আবৃত্তিকার মোল্লা বাহাউদ্দিন পিয়াল। অনুষ্ঠানের মাঝে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর আসন্ন নির্বাচনে কামাল-হুমায়ুন ও হেলাল-আজম পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাংবাদিক সাবেদ সাথী। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মশিউর রহমান কামাল ও ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারন সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন জায়গীরদার ও মীর আজম, সহ-সভাপতি পদে উভয় প্যানেলের চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আলম, ডেভিড রোজারিও এবং মোহাম্মদ রহমান তুহিন ও হালিম আকবর প্রমুখ।

Sangeet-Academy-5

এবারের বসন্ত উৎসব প্রসঙ্গে সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা বলেন, বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। বসন্ত মানে একে অপরের হাত ধরে হাঁটা। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রংয়ে, মানুষকে করে আনমনা। কবিও তাই ব্যক্ত করেছেন, ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত’। বসন্তের এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। Sangeet-Academy-7বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে।

Sangeet-Academy-6

বাংলাদেশের নানা ধরনের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এ প্রচেষ্টা। এর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে তিনি উল্লেখ করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.