কিভাবে দ্রুত টাইপ শিখবেন

1,374

 

 

বান্না,রাজশাহি :       বর্তমান সময়টাই এরকম। সব কাজ আমরা দ্রুত করতে চাই। কিন্তু অনেকেই দ্রুত টাইপ করতে পারি না। এজন্য অনেক সময়ও নষ্ট করেছেন। ভাবছেন যদি কোন শর্টকাট কৌশল থাকতো! কতইনা ভালো হত। সত্যি বলতে দ্রুত টাইপ করার কোন শর্টকাট নিয়ম নেই। তবে নিয়ম মেনে নিয়মিত চর্চা করলে আপনিও দ্রুত এটা শিখে নিতে পারেন। চলুন দেখি কি কি করলে আপনি দ্রুত টাইপ শিখতে পারবেন।

 

 

১. সঠিক পরিবেশ বাছাই করুনঃ দ্রুত টাইপ করার জন্য চাই উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা হয়। ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে গেলে তা কোলের ওপর না রেখে টেবিলের ওপর রেখে টাইপ করলে দ্রুত কাজ হবে। এছাড়াও সোজা হয়ে বসা জরুরি। এমনভাবে বসতে হবে যাতে হাতের কবজি কিবোর্ড বরাবর থাকে। এতে কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করে আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করুন।

 

. অনুশীলন শুরু করুনঃ কিবোর্ডের ওপর ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই বেশি দেখা যায়। তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন। বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে। আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান। শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন,তা চেপে টাইপ শুরু করুন। ‘এ এস ডি এফ’ এরপর স্পেস দিয়ে ‘জে কে এল’ এরপর বড় হাতের অক্ষরে এ অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।

 

. টাচ টাইপিং শেখাঃ শুরুতে টাচ টাইপিংয়ের দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন। ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন।

 

. নিয়মিত অনুশীলন করুনঃ দ্রুত টাইপ শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন,তত দ্রুত ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.