কেনিয়ার বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলা

128

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে সশস্ত্র সংগঠন আল-শাবাব মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Nairobi hotel under attack

শহরের ওয়েস্টল্যান্ড এলাকায় অবস্থিত ডুসিটডি-টু হোটেলটিতে কমপক্ষে দু’টি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

সোমালিয়াভিত্তিক জঙ্গি দল আল-শাবাব এই হামলার দায় শিকার করেছে কিন্তু, তারা বিস্তারিত কোনও বিবৃতি দেয়নি বলে জানায় বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চারজন সশস্ত্র হামলাকারীকে তারা হোটেল চত্বরে ঢুকতে দেখেছেন।

ব্যাপক অস্ত্রসজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিচ্ছেন। হামলার জায়গা থেকে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আক্রান্ত হোটেলের কাছাকাছি একটি ভবনে কাজ করেন এমন নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। এরপরই দেখি লোকজন দুই হাত উপরে তুলে ছুটাছুটি করছে। কেউ কেউ প্রাণ বাঁচাতে পাশের ব্যাঙ্কে ঢুকতে শুরু করে।

বিস্ফোরণের পর হোটেল চত্বর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং পার্ক করে রাখা গাড়িতে আগুন ধরে যায়।

একজন পুলিশ কর্মকর্তা বিবিসিকে বলেন, পরিস্থিতি ভালো নয়। এখানে মানুষ মরছে।

এখনও পর্যন্ত কেউ হামলায় হতাহতের সংখ্যা জানাতে পারেনি।

 পাঁচ তারকা হোটেল ডুসিটডি-টুতে ১০১টি কক্ষ রয়েছে।

কেনিয়ায় সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার অনেকগুলোই ঘটেছে সোমালিয়ার সঙ্গে কেনিয়ার সীমান্তের কাছে এবং নাইরোবিতে।

জঙ্গি ইসলামি সংঘটন আল-শাবাব সোমালিয়ার সরকারের বিরোধিতা করে আসছে। কিন্তু তারা পুরো পূর্ব আফ্রিকা জুড়েই বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে।

২০১৩ সালে নাইরোবির একটি শপিং মলে হামলা চালায়। আশি ঘণ্টার এই হামলায় তারা ৬৭ জন মানুষকে হত্যা করে।

এর দুই বছর পর তারা কেনিয়াতেই তাদের ভয়াবহতম হামলায় গ্যারিসা ইউনিভার্সিটিতে ১৫০ জনকে হত্যা করে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.