কেন প্রার্থী হচ্ছেন না ড. কামাল
গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছে না। ড. কামাল কেন নির্বাচনে প্রার্থী হবেন না সে বিষয়টি স্পষ্ট করলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। বুধবার সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৭ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন মন্টু।
এরপর মন্টু বলেন, কামাল হোসেন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করেন না। উনি বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, তার ক্ষমতায় যাওয়ার লোভ নেই। এর আগে প্রশ্ন উঠেছে উনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য জোট করেছেন। এ কথা যে সঠিক নয়, ড. কামালের প্রার্থী না হওয়ার সিদ্ধান্তই তার প্রমাণ। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতেই তিনি জাতীয় ঐক্য গড়েছেন।
ড. কামালের মেয়ে সারা হোসেন প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে মন্টু বলেন, কামাল হোসেন বংশগত রাজনীতিতে বিশ্বাস করেন না, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন। যে কারণে তিনি চান না তার মেয়ে বংশানুক্রমে রাজনীতিতে আসুক। আর তার মেয়ে যদি রাজনীতিতে আসতে চান তাহলে গণতান্ত্রিকভাবে রাজনীতির মাঠ থেকেই উঠে আসুক এমনটাই চান ড. কামাল হোসেন।
এর আগে দুপুরে ঢাকা–৬ আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী জানান ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছে না।
তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা দিন দিন হতাশার দিকে যাচ্ছি। ইসির আচরণের মনে হচ্ছে, তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে নির্বাচনী জোয়ার তৈরি করেছি।