কৌশল একটা আছে, বলব না: কাদের
আসন ভাগাভাগির পরও আসন্ন নির্বাচনে বিভিন্ন আসনে নিজ দলের প্রতীকে শরিকদের অংশ নেয়াকে ‘কৌশল’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান বলে খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের একটা কৌশল আছে। কিন্তু, কৌশলটা তো বলব না। আমাদের সুস্পষ্ট কৌশল আছে। এমনি এমনিই কি ছেড়ে দিয়েছি আমরা? আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝে কি দিয়েছি এটা?’
তিনি বলেন, ‘বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট যদি নির্বাচন থেকে সরে যায়? তারপর? আবার বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেব না।’
‘বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ’— দলটির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘আমরা তাদের সরিয়ে দিতে যাব কেন? না না, তারা যদি সরে যায়, সেজন্যই আমরা জোটকে নিয়ে কৌশল করেছি।’
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন। সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে। সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে, ইসিকে সহযোগিতা করবে সরকার।’
আওয়ামী লীগ সম্পাদক দাবি করেন, ‘নির্বাচনী সহিংসতায় সারা দেশে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তবে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার নির্দেশ দিয়েছি আমরা।’
পরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সাংবাদিকদের কাছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষকেই নির্বাচনী সহিংসতা এড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। তাই, সব পক্ষের উচিত নির্বাচনী সহিংসতা এড়িয়ে চলা। সহিংসতা গণতন্ত্রের কোনো পন্থা হতে পারে না। তাই নির্বাচনী সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র। আমরা সংঘাতহীন নির্বাচন দেখতে চাই।’