ক্যাবল অপারেটরদের দ্বারা বন্ধ যমুনা টিভি!
সারাদেশের কোথাও যমুনা টেলিভিশন দেখা যাচ্ছে না। হঠাৎ করেই কেন এমন হচ্ছে তার সঠিক কারন জানা যায় নি। তবে চ্যানেলে সব ধরনের সম্প্রচার চলছে। দেশের বাইরে ও অনলাইনে দেখা যাচ্ছে শুধু মাত্র দেশের ক্যাবলে দেখা যাচ্ছে না।
জানা গেছে, বিকেল থেকে সারা দেশে সব ক্যাবল অপারেটররা যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। পরে রাতে ঢাকায় েএর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এর কারণ হিসাবে মৌখিক নির্দেশ কে কারন হিসাবে দেখায়।
যোগাযোগ করা হলে যমুনা টিভির একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, মৌখিক নির্দেশে বিকেলে ঢাকার বাইরে ও রাতে ঢাকায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে ক্যাবল সারাদেশের ক্যাবল অপারেটররা। তবে স্টেশনটিতে নিয়মিত সম্প্রচারে চলছে। অনলাইন ও দেশের বাইরে থেকে অনুষ্ঠান দেখ যাচ্ছে।