ক্যালিফোর্নিয়ার দাবানলে এক হাজারেরও বেশি লোক নিখোঁজ

615

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা শুক্রবার এক হাজার ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা এ দাবানলে পুড়ে যাওয়া আরো আট দেহাবশেষ উদ্ধার করেছে বলে জানায় কর্তৃপক্ষ।

বিউট কাউন্টি শেরিফ কোরি হোনেয়া বলেন, নিখোঁজের সংখ্যা বৃহস্পতিবারের ৬৩১ থেকে বেড়ে শুক্রবার এক হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এক্ষেত্রে নিখোঁজের আরো খবর আসছে। এছাড়া গত ৮ নভেম্বর দাবানল ছড়িয়ে পড়ায় করা জরুরি কলগুলো পর্যালোচনা করা হচ্ছে।

 বার্তা সংস্থা এএফপি’র উদ্ধৃতি দিয়ে বাসস জানায়, আরো আটটি দেহাবশেষ উদ্ধার হওয়ায় এ ক্যাম্প ফায়ারে মারা যাওয়া লোকের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়ালো।

এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে উলসে ফায়ার নামের আরেকটি দাবানলে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

1000 missing in california

হোনেয়া আরো বলেন, নিখোঁজের তালিকা খুব দ্রুত লম্বা হলেও এর অর্থ এই না যে এ তালিকায় থাকা সকলে মারা গেছে।

কর্তৃপক্ষ বলছে, নিখোঁজের তালিকায় থাকা অনেকে হয়ত ভালো আছেন কিন্তু তাদেরকে খোঁজা হচ্ছে সেটা হয়ত তারা জানেন না, বা কাউকে ফোন করতে পারছেন না। আবার নিহতদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন, যারা নিখোঁজ আছেন বলে কেউ সন্দেহ করেননি।

আগুনে ক্যালিফোর্নিয়া রাজ্যের ১,৪২,০০০ একর পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে ২৭ হাজার মানুষের শহর প্যারাডাইস।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.