ক্যালিফোর্নিয়ার দাবানলে এক হাজারেরও বেশি লোক নিখোঁজ
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা শুক্রবার এক হাজার ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা এ দাবানলে পুড়ে যাওয়া আরো আট দেহাবশেষ উদ্ধার করেছে বলে জানায় কর্তৃপক্ষ।
এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে উলসে ফায়ার নামের আরেকটি দাবানলে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
হোনেয়া আরো বলেন, নিখোঁজের তালিকা খুব দ্রুত লম্বা হলেও এর অর্থ এই না যে এ তালিকায় থাকা সকলে মারা গেছে।
কর্তৃপক্ষ বলছে, নিখোঁজের তালিকায় থাকা অনেকে হয়ত ভালো আছেন কিন্তু তাদেরকে খোঁজা হচ্ছে সেটা হয়ত তারা জানেন না, বা কাউকে ফোন করতে পারছেন না। আবার নিহতদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন, যারা নিখোঁজ আছেন বলে কেউ সন্দেহ করেননি।
আগুনে ক্যালিফোর্নিয়া রাজ্যের ১,৪২,০০০ একর পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে ২৭ হাজার মানুষের শহর প্যারাডাইস।