ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আহমেদ ফয়সাল,ক্যালিফোর্নিয়াঃগত ২রা সেপ্টেম্বর’১৮ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে দলের ৪০তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত হয়।
চার শতাধিক লোকের উপস্থিতিতে লস এন্জেলেসের গ্রীফিত পার্কে অনুষ্ঠিত এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ পরিনত হয় বাংলাদেশী কমিউনিটির মিলনমেলায়।![received_1916546531717494]()

শুরুতেই ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম সম্পাদক লায়েক আহমেদ কোরআন থেকে তেলওয়াত করেন এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান।
এরপর ভাবগাম্ভীর্য পরিবেশে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অতপরঃ দলীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা ও আমেরিকার জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্টানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি হাজী আব্দুল বাছিত। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন। আমেরিকার জাতীয় পতাকা উত্তোলন করেন মেজর(অবঃ) এনামুল হামীদ। আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম আহমেদ রাসেল, সিনিয়র সহসভাপতি মুর্শেদুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপলু। বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্টানের উদ্বোধন করেন সাবেক ছাত্র নেতা আব্দুস সামাদ মৃধা,
আবুল ইব্রাহীম, মুর্শেদুল ইসলাম, গোলাম সারোয়ার হোসাইন, সালাম দাড়িয়া, সাঈদ আবেদ নীপু, মাতাব আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে আরও উপস্তিত ছিলেন কমিউনিটি নেতা ডঃ মাহাবুব খান, শিপার চৌধুরী, আব্দুল হান্নান,জসীম আশরাফী, বাফলা প্রেসিডেন্ট নজরুল আলম, নেইবারহুড কাউন্সিল মেম্বার মোঃ শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ তুহীন, জালালাবাদ এসোসিয়েশন প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্ছু, সেক্রেটারী বদরুল আলম মাসুদ, লেঃ জিয়া, আবুল হাসনাত রায়হান, নাসির উদ্দিন জেবুল, মোঃ আলী, শহীদুল ইসলাম,শফি আহমেদ, মানিক চৌধুরী,গোলাম কিবরিয়া, অপু সাজ্জাদ, ফয়সাল সালাম, আব্দুল আহাদ, আলী রেজা, গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন, মনির আহমেদ, ইলিয়াছ মিয়া, শাহজান আহমেদ, শাহীন হক, আব্দুল মুনিম, লুৎফর রহমান, বাবুল আহমেদ, ফরহাদ দিপু, শামীম আহমেদ, রিপন চৌধুরী, আব্দুল মতলুব, রেজাউল করিম, হুসেন আহমেদ, রেজাউল করিম জামিল, খসরু রানা, খায়রুল, শহিদুল, আব্দুল হাকিম, সিদ্দিকুর রহমান, মাইনুল হক, আমজাদ মিজান, নয়ন বড়ুয়া, যুবায়ের আহমেদ, সাগর, দেলোয়ার আহমেদ, লিংকন, মন্টু আহমেদ সহ আরও অনেকে।
আরও উপস্তিত ছিলেন সাংবাদিক- কাজী মাশহুরুল হুদা, সাঈদ আবেদ নীপু, আল মামুন লস্কর, আহমেদ কবির, আব্দুর রহিম, গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।