ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
বক্তারা বলেন, একতরফা নির্বাচন অনুষ্ঠানে সরকারের নির্দেশনায় নির্বাচন কাউন্সিল এ তফসিল ঘোষণা করেছে। তারা বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের কাছে পরিস্কারভাবে তফসিল পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু তারা সেটা গ্রাহ্য করেননি। জনগণের আশা-আকাঙ্খার সঙ্গে এ তফসিল সঙ্গতিপূর্ণ নয়। একতরফা নির্বাচন করতে সরকারের নির্দেশে এ তফসিল ঘোষনা করা হয়েছে। বিপ্লব ও সংহতি দিবস এর উদ্দীপনায় জোরদার আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেশে আসবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে প্রতিনিয়ত বায়বীয় মামলায় বি এন পি নেতা কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।