ক্যালিফোর্নিয়া বিএনপির বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত।

704
তুহিন,ক্যালিফোর্নিয়া :লস এঞ্জেলেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া স্টেট-এর আয়োজনে ঈদ পুনমিলনী এবং বাৎসরিক বনভোজন ২০১৭ অনুস্টিত হয়। গত  ২৪ই সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক হলিডে’তে লসএঞ্জেললেস সিটির প্রাণকেন্দ্র গ্রিফিথ পা্র্কের ক্রিস্টাল স্প্রিং পয়েন্টে ক্যালিফোনিয়া বিএনপির উদ্দ্যোগে এই ঈদ পুনরমিলনী বাৎসরিক বনভোজন ২০১৭ ও ঈদ পুনর্মিলনী অনুস্টিত হয়।প্রায় অর্ধসহস্রাধিক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানটি যেন বাংলাদেশী কমিউনিটির মিলন মেলায় পরিনিত হয়ে ওঠে।FB_IMG_1506327650322
ক্যালিফোর্নিয়া বিএনপি’র প্রেসিডেন্ট সামসুজ্জোহা বাবলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান পর্বের শুরুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন করেন ফোবানার সাবেক কনভেনর বিশিষ্ট কমিউনিটি নেতা ড: জয়নুল আবেদীন, কমিউনিটি লিডার আবুল ইব্রাহীম, শফী আহমেদ, মাসুদ হাসান প্রমুখ। এসময় ক্যালিফোর্নিয়া বিএনপি নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক সাইফুল আনসারী চপল ও সদস্য সচিব ফারুক হাওলাদার,4368_1506399787557 ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম সম্পাদক ও রাজশাহী-১(তানোর-গোদাগারি) আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী অধ্যাপক শাহাদত হোসেন শাহীন,বিএনপি নেতা অপু সাজ্জাদ, আহসান হাফিজ রুমি, জুনেল আহাম্মেদ, জুয়েল আহম্মদ, শেখ হাবিবুল্লাহ, আফজাল হোসাইন শিকদার, নয়ন বড়ুয়া, নুরুল ইসলাম চেয়ারম্যান, মার্শাল হক, মোহাম্মদ রফিক, মেহেদী হাসান, এলেন ইলিয়াস খান, আশরাফুল আলম হেলাল, রনি জামান, জুলফিকার হায়দার,20170924_183122 আসাদুজ্জামান রাজু, দেলোয়ার চৌধুরী, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কোহিনুর রহমান, এ কে এম আসিফ, আ: মান্নান,  শফিকুল ইসলাম পলাশ, ইফতেখার হোসেন ফাহিম, সাইদ খান, মিলন ইসলাম, আব্দুল মোতালিব, আক্তার মাতুব্বর, আলতাফ হোসেন, সেলিমা ইয়াসমিন,শামিমা জ্জোহা, সুরভী সাইফুল, ফরিদা ইয়ামিন, নওরোজ সুলতানা, সালমা তাসমীন, হুমায়রা ফারুক, সারলিমা ইয়াসমিন, রঙিন, জান্নাতআরা মেরি, নূরুসসাবা বাচ্চী, সালমা আলম, মো: খসরু রানা, আ: কালাম প্রমুখ। মধ্যাহ্ন ভোজের পরে অনুষ্ঠানে শিশুকিশোর ও বয়স্কদের জন্য বিভিন্ন খেলাধুলা ও র‍্যাফেল ড্র’র জন্য আকর্ষণীয় পুরস্কার ব্যবস্থা ছিলো।20170924_183929
অনুস্ঠকমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের  মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ড: জয়নুল আবেদিন, সাবেক ঢাবি ছাত্রনেতা ও ক্যালিফোর্নিয়া বিএনপির প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, বাফলা প্রেসিডেন্ট নজরুল আলম, কমিশনার(এলএপিডি) মারুফ ইসলাম, কোরিয়া টাউন নেইবারহুড কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেরীন ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো: আনোয়ার হোসেন রানা, বাফলা সাবেক সভাপতি জসিম আশরাফি আহমেদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ কবির, বিএনপি র উপদেস্টা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মাসুদ হাসান, বিশিস্ট সাংবাদিক কাজী মাশরুল হুদা, সাংবাদিক ও সিটি নেইবারহুড কাউন্সিল মেম্বার আহমেদ ফয়সাল, তরুণ সাংবাদিক আবদুস সামাদ, মুনার চ্যাপ্টার প্রেসিডেন্ট আব্দুল মান্নান, বাফলা নেত্রী আঞ্জুমান আরা শিউলী, স্বরাজ ভূঁইয়া, শাহ জালাল, আনন্দ মেলা সংগঠক মোহাম্মদ আলী, কমিউনিটি নেতা গোলাম সরোয়ার হোসাইন, সাইফ আলম, সাবেক ছাত্রদলনেতা মনির হোসেন, জামিল আহমেদ, মকবুল আলম ভূইয়া, মুশতাক আহমেদ,  মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল খয়ের সহ অসংখ্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
আনুস্ঠানে  রোহিঙ্গা সরণারিথীদের সাহায্যার্থে ৮০০০ হাজার ডলারের বেশী অর্থ সংগ্রহ করা হয় যা নুর হোসেন এর মাধ্যমে বাংলাদেশে প্রেরনের ব্যবস্থা করা হবে। অনষ্ঠনের শেষ পর্বে পুরস্কার বিতরনের  মধ্যে দিয়ে পিকনিক এর সমাপ্তি ঘোষনা ও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন  বিএনপি ক্যালিফোর্নিয়া শাখা র সভাপতি মো: শামছুজ্জোহা বাবলু ।
কৃতজ্ঞতা প্রকাশ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি সামসুজ্জোহা বাবলু ও সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান এক বিবৃতিতে পিকনিক ও ঈদ পুনর্মিলনী অনুস্ঠানকে সার্থক ও সুন্দর করার জন্য আয়োযোগ কমিটির সকল সদস্য ও নেতা কর্মিদেরকে  অভিনন্দন জানিয়েছেন এবং অনুস্ঠানে উপস্হিত সকলকে অন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.