ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের বাবার মৃত্যু
রাজশাহী অফিসঃজাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি সাবেক ফুটবলার ছিলেন।পরিবারের সদস্যদের বরাত দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, শামসুল আলম মোল্লা প্রতিদিনের মতো আজ রোববার দুপুরে নগরীর সাগরপাড়া এলাকায় বাড়ির পাশে কাইয়ুম ডাক্তারের পুকুরে গোসল করতে যান। তিনি সাঁতার জানতেন। কিন্তু আজ তিনি পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।