‘ক্লাসরুমে ফিরে যান’- গোয়েন্দা প্রধানদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প

478

বিশ্বজুড়ে কোথায় কোথায় সম্ভাব্য হুমকি রয়েছে তা নিয়ে জাতীয় নিরাপত্তা বিভাগ সহ মার্কিন অন্যান্য গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থা সম্প্রতি যে রিপোর্ট সরকারকে দিয়েছে তাতে বলা হয়েছে – ইরান চুক্তি লঙ্ঘন করে পরমাণু অস্ত্র বানাচ্ছে না।

আর তাতে চরমভাবে ক্ষেপে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

_105402885_a6dd72d7-c284-4e45-8321-05f95717135c

আজ (বুধবার) এক টুইট বার্তায় গোয়েন্দা প্রধানদের উদ্দেশ্য করে মি. ট্রাম্প বলেছেন “তারা চরম আনাড়ি, নিষ্ক্রিয়। ”

“ইরানের কাছ থেকে বিপদ সম্পর্কে তাদের পর্যবেক্ষণ ভুল…ইরানের রকেট পরীক্ষা প্রমাণ করে তারা অস্ত্র (পারমানবিক) তৈরির দ্বারপ্রান্তে ”

গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের লক্ষ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আপনারা আবার স্কুলে ফিরে যান।”

ইরান এবং উত্তর কোরিয়ার কাছ থেকে সম্ভাব্য হুমকি নিয়ে গোয়েন্দা রিপোর্টে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা প্রেসিডেন্টের বক্তব্য থেকে আলাদা।

গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কাছ থেকে পারমানবিক অস্ত্রের হুমকি এখনও বিদ্যমান কারণ পিয়ংইয়ং পারমানবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে প্রস্তুত নয়।

ইরানকে পারমানবিক অস্ত্র থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ওবামার উদ্যোগে ২০১৫ সালে যে পারমানবিক চুক্তি হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প গত বছর তা থেকে একতরফা-ভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। একইসাথে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন।

এখন ইরানের পারমানবিক কর্মসূচি নিয়ে তারই গোয়েন্দাদের বক্তব্য প্রেসিডেন্টকে অস্বস্তিতে ফেলেছে সন্দেহ নেই। সে কারণেই তিনি গোয়েন্দা প্রধানদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন।

প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন সিআইএ’র সাবেক প্রধান জন ব্রেনান।

তিনি বলেন, গোয়েন্দা রিপোর্টকে এভাবে প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট প্রমাণ করছেন যে তিনি “বুদ্ধিতে দেউলিয়া” হয়ে পড়েছেন।

সূত্র: বিবিসি বাংলা

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.