খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের গণসংযোগ

659

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষ প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়া ফুলতলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের কাটেংগা চেচুড়ী দহকুলা, রঘুনাথপুর ইউনিয়নের আলতাফের মোড় রঘুনাথপুর বাজার, ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন দামোদর ইউনিয়ন আটরা গিলাতলা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের জনগণের সাথে মতবিনিময় করেন।

374079_165

এ সময় প্রার্থীর সাথে ছিলেন, এস রহমান বাবুল, ইকবাল হোসেন, জহুরুল ইসলাম আকুঞ্জি, মাওলানা সিরাজুল ইসলাম, মুন্সি মিজানুর রহমান, মুন্সি মইনুল ইসলাম মিয়া গোলাম কুদ্দুস, গাজী মোরশেদ মামুন, বাবলু রহমান ফকির, নুর ইসলাম সর্দার, হুমায়ুন কবির স্বপন, শাহিন মোল্লা, হুমায়ুন মোড়ল, হাবিবুর রহমান চৌধুরী, মাষ্টার দেলোয়ার হোসেনসহ ঐক্যজোটের নেতৃবৃন্দ। ইস্টার্ন মিলে শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির শেখ সরোয়ার হোসেন, জি এম শাহেদুজ্জামান (বাবু), স ম রওনাকুল ইসলাম, আতাউর রহমান মোড়ল, শেখ শামিম, বি এম আইয়ুব আহমেদ, মাসুদুর রহমান ফারাজী, ইকবাল মাসুদ বাবলু, এম এম বাচ্চু আহমেদ, এ এম আমিনুল ইসলাম, শেখ হাকিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.