খেটে খাওয়া মানুষের পয়সাই বিশ্ববিদ্যালয়
রাবি প্রতিনিধি:
[dropcap]রা[/dropcap] জশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের নতুন ৮ শিক্ষক পিএচডি ডিগ্রি লাভ ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুলইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের তিনটি দায়িত্ব আছে। আপনার পরিবারের স্বপ্ন পুরণে কাজ করতে হবে। তবে ভেঙে পড়া চলবে না। বিপদে আপদে বাকা পথে হাটা যাবে না। মনে রাখবেন আপনারা বিশ্ববদ্যিালয়ে পড়েন গোটা দেশেরে খেটে খাওয়া মানুষের পয়সা দিয়ে’। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক জমকালো আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করে সমাজ বিজ্ঞান সমিতি।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জুলফিকার আলীর সভাপতিত্বে ও বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অধ্যাপক মো. ফয়জার রহমান, বিজয় কৃষ্ণ বণিক, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, এসএম কায়েস, আমিনুল ইসলাম প্রমুখ।