গত বছরে গ্রামীণফোনের রাজস্ব আয় ১০,৪৮০ কোটি টাকা
দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০১৫ সালে ১০,৪৮০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি।
একই বছর নতুন ৫২ লাখ গ্রাহক যোগ হয়ে গ্রাহকসংখ্যা উত্তীর্ণ হয়েছে ৫ কোটি ৬৭ লাখে।
সোমবার দুপুরে গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি ও সিএফও দিলীপ পাল।
রাজীব শেঠি জানান, নতুন গ্রাহক ও সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। একইসঙ্গে গ্রাহকদের ব্যবহার্য ডিভাইস ও অন্য রাজস্ব বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ। ডাটা রাজস্বের ৬৬ শতাংশ ও মূল্য সংযোজিত সেবার রাজস্ব ৩১ শতাংশ বাড়ায় এ প্রবৃদ্ধি এসেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাহক বাড়ায় সিম মার্কেট শেয়ার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৪ শতাংশ। ডাটা গ্রাহকের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ কোটি ৫৭ হয়েছে। ডাটা ব্যবহারের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে প্রায় তিন গুণ।
রাজীব শেঠি আরো বলেন, বছরের শুরুটা কঠিন হলেও গ্রামীণফোন ব্যবসায়িক সাফল্য অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ডাটা ছিলো প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি, অন্যদিকে ভয়েস প্রতিযোগিতামূলক অফারের কারণে ছিল চাপে। ভবিষ্যতে গ্রাহককের জীবনে ডিজিটাল পার্টনার হিসেবে অবস্থান নিয়ে প্রবৃদ্ধি ও মূল্য সংযোজনের লক্ষ্য আমরা স্থির করেছি।