গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষ প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজেদুর রহমানকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করেছে।
নির্বাচনী প্রচারের জন্য মোটরসাইকেলে রামজীবন ইউনিয়নের খঙ্গুয়ার ব্রিজের দক্ষিণ-পশ্চিমের ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে তার চালকসহ অপহরণ করে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলটি ফেলে যায় তারা।