গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে তুরস্কের আহ্বান

590

অবরুদ্ধ গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, এই হামলার মাধ্যমে আবারও ইসরায়েল তাদের অবৈধ, নৈরাজ্য ও দখলদারি মনোভাব স্পষ্ট করলো।

একইসঙ্গে সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে দায় স্বীকার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, হাজার বাসিন্দাদের পর এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আর আন্তর্জাতিক সম্প্রদায় এতে চুপ আছে তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

80ff09ec1ea3afb923e7ac4137335b5f-5beaea8521edcকালিন বলেন, ইসরায়েলর এই দখলদারিত্বকে সারাবিশ্বেরই প্রত্যাখ্যান করা উচিত। এই দখলের মাধ্যমে তারা ফিলিস্তিনে ভূমিকে একটি উন্মক্ত কারাগার করে ফেলেছে।

দ্বি-রাষ্ট্র নীতির প্রতি সমর্থন জানিয়ে কালিন বলেন, এটা পরিষ্কার যে বর্তমান ইসরায়েলি সরকার দ্বি-রাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না। কিন্তু ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না করে কোনও সমাধান অসম্ভব।

তুরস্ক সবসময়ই ফিলিস্তিনের পাশে থাকবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.