গাজা ইস্যুতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

667

গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের দুই দিনের লড়াইয়ের অবসান ঘটাতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। এর প্রতিবাদে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারমান ইসরাইল বাইতাইনু পার্টির নেতা। অস্ত্রবিরতির সিদ্ধান্তকে তিনি ‘সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন।

তিনি হামাসের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির উদ্যোগেরও সমালোচনা করেছেন।

সোম ও মঙ্গলবার গাজার ১৬০টি স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল। গাজা থেকে ইসরাইলে ছোঁড়া হয় ৪৬০ রকেট। এতে মোট আট জন নিহত হয়েছে।

Israel-Defence-Minister-resigns-over-Gaza-ceasefire

গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠন মঙ্গলবার জানায় ইসরাইল অস্ত্রবিরতি মেনে চললে তারাও এটা মেনে চলবে। মিশর দুইপক্ষের  মধ্যে অস্ত্রবিরতির এই উদ্যোগ নেয়।

যুদ্ধবিরতির পর বুধবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ইসরাইলের দক্ষিণের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান আবার খোলা হয়।

রোববার ইসরাইল গাজায় ভিতরে গুপ্ত হামলা চালিয়ে সাতজন ফিলিস্তিনিকে হত্যা করার পর নতুন করে দুই পক্ষের যুদ্ধ পরিস্থিতি দেখা দেয়। হামলায় ইসরাইল চারজন হামাস সদস্য ছাড়াও তিন বেসামরিক নাগরিককে হত্যা করে ইসরাইল। এসময় একজন ইসরাইলি সৈন্যও নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.