গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বিএনপি: কাদের
বিএনপি নির্বাচনে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে হোটেল রেডিসনে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
কাদের বলেন, বিএনপি নির্বাচনে কেন্দ্র পাহারার কথা বলে দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানা-করিও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে।
গত কয়েক দিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বোর্ডে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরিপ্রেক্ষিতেই ওবায়দুল কাদের বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে।
অন্যদিকে, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নির্বাচনী কেন্দ্র পাহারা দেব। এ জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।