নয়া পল্টনে বুধবারের সংঘর্ষের মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন ।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। একই সাথে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীনকেও ধরার অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
তবে বেবী নাজনীনকে পরে ছেড়ে দেয়া হয়।
সন্ধ্যার আগেও বিএনপি অফিসের ভেতরে রিজভীর ব্রিফিংয়ের সময় বেবী নাজনীন ও নিপূণ রায়কে রিজভীর পাশে বসে থাকতে দেখা যায়।
বুধবার বিএনপি অফিসের সামনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।