চট্টগ্রামে জ্ঞানবাহনের প্রদর্শনী
বিশ্বখ্যাত ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান প্রবর্তিত ‘জ্ঞানবাহন-জীবনব্যাপী গণশিক্ষা’র প্রদর্শনী মঙ্গলবার নগরীর শেখ মুজিব রোডের মীর বাড়ীতে অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নূর আশেকিন তাইব। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ জ্ঞানবাহন মানুষের দোরগোড়ায় জ্ঞানের আলো পৌঁছে দেবে এবং বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।
এতে উপস্থিত ছিলেন ইভ ফাউন্ডেশনের উপদেষ্টা মীর মাহফুজুর রহমান, সহ-সভাপতি তারেক বিন হোসেন, ডা. জাহাঙ্গীর খান, শেখ মোহাম্মদ জুলফিকার, ব্যবস্থাপনা পরিচালক সাহেলা আবেদীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিন মহিউদ্দিন আজিম, পরিচালক মুসরাত জেবিন, সুলতানা নূরজাহান রোজী, মিরাজুল হক, লায়ন মোহাম্মদ মোশতাক হোসেন, মোহাম্মদ শফিকুল আলম, সাইকা তারেক প্রমুখ।
উল্লোখ্য, ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুরে এ গাড়ীটি তার কার্যক্রম শুরু করেছে। গত ২৬ নভেম্বর ইভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ জ্ঞানবাহনের এ প্রকল্পের সূচনা হয়।