অনলাইন ডেস্ক: সকালে উঠেই আচমকা মৃত্যুসংবাদ পেয়ে হোঁচট খাওয়া। খবরটি আদৌও সত্যি কিনা তা দেখতে নেটে খবরের সাইটগুলি নাড়াচাড়া করতেই তা সত্যিতে পরিণত হল। মনটা তাতেও মানতে না চাইলে, ফের আরও একবার চোখ রেখে খবরটি পড়ায় মন বসিয়েছেন আপামর দেশবাসী। শুধু দেশবাসী বললে ভুল হবে, বলিউডের তাবর তাবর তারারাও শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়ে প্রথমে ঘাবড়ে গিয়েছেন। খবর সত্যি হতেই শোকের ছায়া নেমে আসে বলিউডে। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় পুরোনো স্মৃতিতে ফিরে গিয়ে শ্রদ্ধা জানিয়ে চলেছেন রজনীকান্ত থেকে সচিন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বরা।
আচমকা অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অনিল কাপুরের ছেলের বিয়ে উপলক্ষে দুবাইয়ে ছিলেন শ্রীদেবী ও তাঁর পরিবার। অভিনেত্রীর মৃত্যুর সময় উপস্থিত ছিলেন তাঁর স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি। শ্যুটিংয়ের কাজে অন্যত্র ব্যস্ত থাকায় দুবাইয়ে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী কাপুর। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।