আমেরিকায় ঈদ বুধবার
জাহিদ রহমান, ওয়াশিংটন ডিসিঃ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশে আজ (৪ জুলাই) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে জানিয়েছে গণমাধ্যম আলজাজিরা। সৌদি সরকার সোমবার রাতে এ ঘোষণা দেয়। আমেরিকাতে ঈদ বুধবার।
ভৌগোলিক কারণে সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে ৭ জুলাই (বৃহস্পতিবার) দেশে ঈদ উদযাপিত হওয়ার সম্ভবনা রয়েছে। বাংলাদেশে ঈদুল ফিতর উপলক্ষে নয় দিনের সরকারী ছুটি চলছে।