চাঁপাইনবাবগঞ্জ ০৩: বুলবুলকে সমর্থন দিয়ে বসে গেল হারুন!
অনলাইন ডেস্কঃপাইনবাবগঞ্জ ০৩ আসনে জামায়াতের সতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম বুলবুলকে সমর্থন জানিয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশীদ।লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি প্রার্থী হারুন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থকরা বুলবুলকে সমর্থন দেন। তারা বলছেন, বিএনপি- জামায়াত নয় বরং ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমরা বুলবুলকে সমর্থন করবো।বিএনপির নেতৃবৃন্দরা বলছেন, বিএনপি প্রার্থী হারুনের এখনো পর্যন্ত কোন এজেন্ট দেওয়া হয়নি। প্রচারণাও খুব তৎপর ছিলেন না। তাই দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে আপেল প্রতীকে পক্ষে কাজ করবে তারা।ক্ষমতাসীন আওয়ামী লীগ আমলে এলাকার সাধারণ মানুষ নানাভাবে জেল-জুলুম ও নির্যাতনের শিকার । এমনকি তাদের নির্বাচনী প্রচারণাও করতে দেওয়া হয়নি। সাধারণ মানুষ আজ ক্ষুব্ধ। তাই তারা বলছেন, কোন দ্বিধাদ্বন্দ্ব নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তাই আপেল প্রতীককে জয় যুক্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে রুখে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ৩ অসনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় চাঁপাইনবাবগঞ্জবাসী।(sangbad247)