চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনকে সমর্থন দিয়ে বুলবুলের সরে দাঁড়ানের কথা ভিত্তিহীন
চাপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ আমীর নুরুল ইসলাম বুলবুলের সরে দাঁড়ানোর গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানা গেছে। আপেল মার্কার প্রার্থী বুলবুল নিজে এক বিজ্ঞপ্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার বিষয়টি উল্লেখ সরে দাঁড়ানোর কথা মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।
জানা যায়, শনিবার ফেসবুকের বিভিন্ন পেজে দেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বক্ষরিত একটা চিঠিতে উল্লেখ করা হয়- ‘চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদকে যায় ধানের শীষের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাপাইনবাবগঞ্জ-৩
তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ওই স্বাক্ষর জাল করে অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে রাতে এক নুরুল ইসলাম বুলবুলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেন, আসসালামু আলাইকুম, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সম্মানিত ভোটারগণ “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাল সাক্ষরিত বিবৃতি দিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল আপেল প্রতীকের পক্ষে গণ জোয়ার দেখে এধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে ।”
তিনি বলেন, তাই প্রিয় সদরবাসী কোন ধরনের মিথ্যাচার ও গুজবে কান দিবেন না। ৩০ তারিখ সারাদিন আপেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।