চীন-মার্কিন যুদ্ধে কেউ জিতবে না: জিনপিং
কেবল নিজের স্বার্থরক্ষার কৌশলে তারা ‘ব্যর্থ হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের ‘আমেরিকাই প্রথম’ নীতির প্রতি ইঙ্গিত করে এপেক সম্মেলনে এই মন্তব্য করেন জিনপিং।
পরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স পাল্টা জবাবে বলেন, তিনি চীনের পণ্যের ওপর শুল্ক ‘দ্বিগুণেরও বেশি’বাড়িয়ে দিতে প্রস্তুত আছেন।
এবছর দুই দেশ একে অপরের সঙ্গে পণ্য আমদানির ওপর পাল্টা-পাল্টি শুল্ক আরোপ করলে বাণিজ্য যুদ্ধের সূচনা হয়।
হোয়াইট হাউজ বলছে, তারা চীনের ‘অন্যায্য’ বাণিজ্য কৌশলের জবাবে এই শুল্ক আরোপ করেছে।
দুই পক্ষই বলছে এসব শুল্ক আরও বৃদ্ধি করা হতে পারে।
তবে জিনপিং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির বিষয়ে সতর্ক করে দেন তার বক্তব্যে।
‘ইতিহাসে দেখা গেছে স্নায়ুযুদ্ধ, সম্মুখ যুদ্ধ, বা বাণিজ্য যুদ্ধ, যাই হোক না কেন তাতে কেউ জয়ী হয় না,’ সম্মেলনে উপস্থিত নেতাদের বলেন জিনপিং।
‘বাধা সৃষ্টি করে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা অর্থনীতির নিয়ম এবং ইতিহাসের ধারাবাহিকতার বিরোধী। এটা অদূরদর্শিতা এবং ব্যর্থ হতে বাধ্য,’ যোগ করেন তিনি।
তবে তার পর পরই মাইক পেন্স বলেন, চীনের ‘ভারসাম্যহীনতার’ জবাবে শুল্ক আরোপ করা হয়েছে।
‘চীন তাদের গতিপথ না বদলালে যুক্তরাষ্ট্রও তাদের তাদের গতিপথ বদলাবে না,’ বলেন পেন্স।