চ্যানেল নিয়ে মৌসুমীর ক্ষোভ প্রকাশ

887

1448191755.বিনোদন ডেস্ক : লাক্স চ্যানেল আই সুপারস্টার মেীসুমী হামিদ ছোট এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী । সবসময়ই মুখের উপর কথা বলতে সবসমই পছন্দ করেন তিনি। তাই এইবার তিনি মুখ খুললেন নতুন একটি বাংলাদেশি টিভি চ্যানেল নিয়ে। সেই চ্যানেলটির নাম উল্লেখ না করলেও তারিখ অনুসারে বোঝা যায় তিনি দীপ্ত টিভিকে নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন।
তিনি বলেছেন ‘বাংলাদেশে একটি ইন্ডিয়ান চ্যানেল শুরু হলো গত ১৮ নভেম্বর থেকে। আমার কথা হলো কিভাবে অনুমতি পেল? এটা আমার সংস্কৃতি, আমার সমাজ, আমরাই তো। তার পরও আমরা কেন আলাদা কোন কিছু সার্পোট করলাম? কেন? ব্যবসা যদি মুখ্য বিষয় হয় তাহলে আমরা কেন বলছি ‘বাংলাদেশি টেলিভিশন’?  জানি না হয়তো ব্যবসা করতে গিয়ে একদিন পরিবারই বিক্রি করে দিব। দুঃখ, সত্যিই এটা অনেক দুঃখের বিষয়।
এই হলো অভিনেত্রী মৌসুমী হামিদের মতে গত ১৮ নভেম্বর বাংলাদেশে শুরু হওয়া নতুন একটি চ্যানেল নিয়ে তার বক্তব্য। চ্যানেলটি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.