ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে রাবি শিক্ষকের একক অনশন
শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে এবং রাজনৈতিক দখলদারিত্ব বন্ধের দাবিতে একক অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান।
এ বিষয়ে ফরিদ উদ্দীন খান বলেন, ক্যাম্পাসগুলোতে প্রায়ই শিক্ষার্থী নির্যাতন হয় কিন্তু কোনো বিচার হয় না। ফলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নির্যাতনের একটা অপসংস্কৃতি বিরাজ করছে। একজন শিক্ষক হিসেবে, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই এসব বন্ধ হোক।
তিনি বলেন, ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে আমি এখানে বসেছি। একটি শক্তি তাদের লালন করছে। এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়।
রাবি এই শিক্ষক আরও বলেন, সরকারের প্রতি অনুরোধ এসব বন্ধে আপনারা উদ্যোগ নিন। ক্যাম্পাসগুলোতে এত নৈরাজ্যের পরও আপনারা কেন নিশ্চুপ সেটিও একটি প্রশ্ন। আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো প্রশাসন এই বিষয়টি নিয়ে তৎপর নয়। তারা সবসময় মিটমাটে বেশি আগ্রহী। তারা ভুলে গেছে, তারা সকল শিক্ষার্থীর অভিভাবক, যা অত্যন্ত দুঃখজনক।
প্রসঙ্গত, গত বোরবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানের নেতৃত্বে কৃষ্ণ রায় নামের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ সময় তাকে মারধর করে শিবির বলে চালিয়ে দেওয়ারও হুমকি দেয় ছাত্রলীগ।