ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে অসুস্থ গোলাম রব্বানীর সুস্থতা কামনা করে এক বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে। আজ মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় আইসিইউতে নেয়া হয়। স্কয়ার হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী হাসানের তত্ত্বাবধায়নে আছেন।
এদিকে বাংলাদেশের ছাত্র রাজনীতির দুই মেরুতে অবস্থাকারী বাংলাদেশ ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির। তবে ছাত্রলীগের গোলাম রাব্বানীর অসুস্থতায় উৎকণ্ঠা প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত। তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে রাব্বানীর একটি অসুস্থতার ছবি পোস্ট করে লেখেন, সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী গুরুতর অসুস্থ।
তিনি বলেন, অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে, হাসপাতালও পরিবর্তন করা হয়েছে। ছাত্র রাজনীতিতে মতপার্থক্য থাকবে, আদর্শের বৈপরীত্যও আছে। তিনি আমার আদর্শের সম্পুর্ন বিপরীত আদর্শের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা তারপরও গোলাম রব্বানী ভাইয়ের সুস্থতা কামনা করছি তার পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। অসুস্থ মানুষের জন্য সুস্থতা কামনা করা সৌজন্যতার সৌন্দর্য্য।
এসময় তিনি আরেও বলেন, সুস্থতা মহান আল্লাহর এক বড় নেয়ামত। যিনি অসুস্থ হন তিনিই তা ভালভাবে উপলব্ধি করতে পারেন। মানুষের সুস্থতা-অসুস্থতা মহান আল্লাহর হাতেই। সেই মহান রবের কাছেই তার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে সত্য ও সুন্দরের পক্ষে, আদর্শ সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে বলিষ্ঠ ভুমিকা পালনের তাওফিক দেন, আমীন।
উল্লেখ্য, গত ৩১ জুলাই গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তার সঙ্গে সভাপতি হন কুড়িগ্রামের রেজওয়ানুল হক চৌধুরী শোভন।