জমজমাট আয়োজনের মধ্যে বাকোডিসির ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬ শুরু।
নিউজবিডি ইউএসডেস্কঃ গত ২৩শে জুলাই ২০১৬ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাকোডিসির ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ভোদন করেন মেরীল্যান্ড হাউজ অব ডেলিগেট ডেভিট ফ্রেজার হিদালগো মেরিল্যান্ডে স্টেট লরেল ক্রিকেট স্টেডিয়াম ৮৫৪৯ ব্রুক ব্রিজ রোড এ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিশনার আনিস খান। অনুষ্ঠানে সাবির্ক সহযোগিতায় ছিলেন এজেএম হোসাইন, বাকোডিসির সভাপতি কাজী এম রহমান, শাহাদাত সোহরাওয়ার্দী, সামছুদ্দীন মাহমুদ, মাসুদুর রহমান, মুনির হোসাইন, আরিফুল ইসলাম ও মোহাম্মদ শাহরিয়ার রহমান। সমন্বয়কারী ছিলেন তৈয়বুর হোসাইন এবং সহকারী সমন্বয়কারী ছিলেন মোহাম্মদ হোসাইন। উল্লেখ্য আইসিসি টি-২০ রেগুলেশন অনুযায়ী ৫টি টীমের মধ্যে মোট ২১টি খেলা অনুষ্ঠিত হবে।
অংশগ্রহন কারী ৫টি দল হচেছ দুরন্ত টাইগার, ওয়ারিয়র্স, ব্লিজার্ড, প্যান্থার, সেন্টুরিয়ান। চ্যাম্পিয়ন দল পাবে ১৫০০ ডলার, রানার্স আপ পাবে ৮০০ ডলার । ম্যান অব ম্যাচ ৫০ ডলার, ম্যান অব দি সিরিজ, বেস্ট বোলার ও বেস্ট ব্যাটসম্যান পাবেন লেটেস্ট মডেলের আইফোন।। উদ্ভোদনী দিনে দুরন্ত টাইগার্স এবং ব্লিজার্ডে এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে দুরন্ত টাইগার্স ১৮ রানে জয়লাভ করে।(বিজ্ঞপ্তি)