জর্জিয়ায় একুশে পালনে বিভিন্ন সংগঠনের প্রস্ততি

595

মনজিলুর রহমান, আটলান্টা:গভীর শ্রদ্ধা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জর্জিয়ায় ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিরা।জর্জিয়া বাংলদেশ সমিতির উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে স্থানীয় জেসি ইভেন্ট হলে একটি অস্থায়ী শহীদ মিনার গড়ে গভীর শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে পুস্পাঞ্জলি দিয়ে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে।অনুষ্ঠানresize-350x300x1x0image-18711-1518856094 উদযাপন প্রস্ততি লক্ষে জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোহম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মূল অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়। অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও বিবিধ। জর্জিয়া প্রবাসী বাংলাদেশি সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা করেছেন তিনি।অন্যদিকে সেবা লাইব্রেরির তত্ত্বাবধানে স্থানীয় বার্কমার হাই স্কুলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্ততি গ্রহণ করেছে। এই সংগঠনের সাথে আরও থাকবে আটলান্টা কালচারাল সোসাইটি, বাংলাদেশি আমেরিকান সোসাইটি অব জর্জিয়া, বাংলাদেশ স্পোর্স্টস ফেডারেশন অব জর্জিয়া, ডিস্ট্রেস চিল্ড্রেন ইন্টারন্যাশনাল (আটলান্টা)।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.