জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিসট্রিক্ট-৫ এ ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান । বিগত বাছাই পর্ব নির্বাচনে এই আসনে তিনি ৩৪হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে তার প্রতিদ্বন্দি ছিলেন ডেমোক্রেটিক পার্টির কার্ট থমসন । কার্ট থমসন পেয়েছিলেন ১ হাজার ৮৮৫ ভোট। এ আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হলেন।
জর্জিয়ার ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি জর্জিয়া ষ্ট্রেস্ট সিনেটে যাবার গৌরব অর্জন করলেন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার অধিবাসী শেখ মোজাহিদুর রহমান রিপাবলিকান পার্টির হাউস ককার্স চেয়ারম্যান ম্যাট হেচেটের সাথে লরেন্স, উইয়িলকিন্স ও থান্ডুলেন কাউন্টিতে জর্জিয়া ষ্ট্রেট রিপ্রেজেন্টিভ প্রার্থী হিসেবেও ২০১২ সালে একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সেখানে তিনি স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।