জর্জিয়া আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না
জর্জিয়া প্রতিনিধি:যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপিতে জানানো হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় প্রধান মন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যস্ত থাকবেন । তাই আগামি ৪ মার্চ জর্জিয়া আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকতে পারছেন না।জর্জিয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের ৪ তারিখের সম্মেলন বাতিল করতে বলা হয়েছে । বিজ্ঞপিতে আরো জানানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ কমিটিই পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত সংগঠগন পরিচালনা করে যাবে ।
নিউ ইয়র্কে অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন ।
উল্লেখ্য যে, জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ অন্যান্যরা যদি উপস্থিত না হন তবে তিনি সম্মেলনে যাবে না । এমনকি তার অনুসারীরাও যাবে না এবং তিনি ব্যতিত অন্য কেউ কোন কমিটি করলে তিনি সেই কমিটিকে সমর্থনও দিবেন না।