জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতির স্ত্রী নাজনিন আকতার আর নেই

661

জর্জিয়া,প্রতিনিধি:জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের  স্ত্রী ও বিশিষ্ট সংগঠক সমাজ সেবিকা  নাজনিন আকতার আর নেই । তিনি আজ সকালে স্থানীয় এমোরী মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (  ইন্নালিল্লাহে …. রাজেউন) ।

প্রয়াত নাজনিন আকতার ( ফাইল ছবি )
প্রয়াত নাজনিন আকতার ( ফাইল ছবি )

কিছুদিন আগে তার মস্তিস্কে ক্যান্সার ধরা পড়ে এবং তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
মরহুমার নামাজে জানাযা আজ বেলা পৌনে চারটায় স্থানীয় জর্জিয়া ইসলামিক ইন্সটিটিউট জামে মসজিদ , লরেন্সভিলে অনুষ্ঠিত হবে বলে তার স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শনিবারের চিঠিকে জানিয়েছেন। নাজনিন আকতার দম্পতির আদিনিবাস বাংলাদেশের পিরোজপুরে ।তারা দীর্ঘদিন যাবত জর্জিয়া বসবাস করছিলেন ।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.