জলবায়ু অভিযোজন বিষয়ে দীর্ঘমেয়াদী এবং টেকসই প্রশিক্ষণের সুপারিশ
ললিতপুর (বাসুগ/সল্ভ নেপাল):
নেপালের পিছিয়ে পড়া নারী এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের জন্য জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় অভিযোজনে বিকল্প কৃষি প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দীর্ঘমেয়াদী এবং আরও টেকসই প্রশিক্ষণের সুপারিশ করেছেন।
ললিতপুরে জন ভাবনা কলেজ মিলনায়তনে ২৬ ও ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত এই প্রশিক্ষণের আয়োজন করে জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড-সিআইএম এর অর্থনৈতিক সহায়তায় ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাসুগ এবং নেপালি উন্নয়ন সংস্থা সল্ভ নেপাল।
ললিতপুর অঞ্চলের বিভিন্ন মহিলা সমবায় সমিতি, নারী উন্নয়ন সংস্থা, পরিবেশ বিষয়ক সংগঠন এবং স্থানীয় সরকারের অর্ধশতাধিক সদস্য ও কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সল্ভ নেপাল এর নির্বাহী পরিচালক রাজেন্দ্র বাহাদুর প্রধানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন বাসুগ জার্মানির প্রকল্প সমন্বয়কারী এ এইচ এম আব্দুল হাই।
সল্ভ নেপাল সদস্য এবং পরিবেশ বিশেষজ্ঞ সোহান শ্রেষ্ঠ, পরিবেশ পরিবর্তন বিষয়ক পরামর্শক এঞ্জিলা মিশ্র মেহারজান, প্রকল্প সমন্বয়কারী হিমাল ঘিমিরের এবং সল্ভ নেপাল এর সামাজিক উন্নয়ন কর্মকর্তা নরা মায়া রানা প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন সঞ্চালন করেন। প্রশিক্ষণে অডিও-ভিডিও ডকুমেন্টারি উপকরণ, গ্রুপ ওয়ার্ক এবং সচিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন্তর্ভুক্ত ছিল।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠ পর্যায়ে হাতে কলমে শিক্ষা এবং পরিবেশ বান্ধব রান্নার চুলা এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তার আহ্বান জানান। তাঁরা গত সেপ্টেম্বর মাসে প্রথম পর্যায়ের প্রশিক্ষণের পর থেকে কিভাবে মৌসুম অনুযায়ী পানি সংগ্রহ করে জমা রেখে সেটির উপযুক্ত ব্যবহার, জৈব সার তৈরি এবং এর ব্যবহার, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন, বিকল্প কৃষি পণ্য উৎপাদন পদ্ধতি কাজে লাগিয়ে অধিক ফসল প্রাপ্তি এবং অধিক আয় করেছেন সেগুলো তুলে ধরেন।
প্রকল্পের আওতায় নেপালের পিছিয়ে পড়া নারীগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজন বিষয়ের উপর নির্মিত তথ্যচিত্র দেখানো হয় প্রশিক্ষণ কর্মশালায়। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল নেপালের সুবিধাবঞ্চিত নারী ও যুবগোষ্ঠী, পরিবেশ কর্মী এবং স্থানীয় উন্নয়ন কর্মীদের মাঝে জলবায়ু অভিযোজন, টেকসই উন্নয়ন এবং খাদ্য নিশ্চয়তা বিধানের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধি। কাঠমান্ডূ কর্মশালা এবং ললিতপুরে প্রশিক্ষণ ছাড়াও একই বিষয়ে লক্ষিত জনগোষ্ঠীর সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে কাঠমান্ডূতে আরেকটি প্রশিক্ষণের আয়োজন করা হবে। এছাড়া নেপালি অভিবাসীদের নিয়ে জার্মানির রাজধানী বার্লিন নগরীতে চলতি বছর একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।