জাতিসংঘের নতুন মহাসচিব গুতেরেস…

730

নিউজবিডি ইউএসডেস্ক, ঢাকাঃ জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস।

14593292_1112914098745540_204465124_n

বুধবার জাতিসংঘে নিযুক্ত কূটনীতিকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি…,

জাতিসংঘের রাশিয়ান কূটনীতিক ভিতালি চুরকিন জানিয়েছেন, ৬৬ বছর বয়স্ক গুতেরেস প্রায় নিশ্চিত। বৃহস্পতিবার ওই পদের জন্য নিরাপত্তা কাউন্সিলে আনুষ্ঠানিক ভোট হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ এরই মধ্যে এ পদের জন্য গোপনে ভোট দিয়েছে। মহাসচিব পদে প্রার্থী ছিলেন ১০ জন। সেখানে আগ্রহী, অনাগ্রহী ও মন্তব্য নেই এ তিনভাবে মত দেওয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে গুতেরেসের পক্ষে ১৩ সদস্য আগ্রহ দেখায়। দুই সদস্য কোনো মন্তব্য করেনি। তবে কেউ বিরোধিতা করেননি বলে জানা গেছে।

গুতেরেস জাতিসংঘ শরণার্থী সংস্থার নেতৃত্বে ছিলেন ১০ বছর। ভোটাভুটির আনুষ্ঠানিকতা শেষ হলে বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বাসিন্দা বান কি মুন ১০ বছর জাতিসংঘের সর্বোচ্চ পদে ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.