জাতিসংঘ বাংলাদেশ মিশনে বিজয় দিবাস উদযাপন

600
নিউ ইয়র্ক প্রতিনিধি:নিউ ইয়র্কে মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। গত শনিবার বিকেলে স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে উক্ত আলোচনা সভার শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রবাসী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।received_1537997466237199
উন্মুক্ত এ আলোচনা সভায় উঠে আসে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে সূদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বাঙালির বিজয় অর্জনের ইতিহাস, দেশের ব্যাপক উন্নয়ন এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
রাষ্ট্রদূত মোমেন বলেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি “বীর বাঙালিরা মন্ত্রমুগ্ধের মতো ৭ মার্চের ভাষণের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল”। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সুধীগণ ‘জয় বাংলা’ শ্লোগানে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তন প্রকম্পিত করে তোলে।
রাষ্ট্রদূত মাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূবদর্শী নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের কথা উল্লেখ করেন। সফলতার সাথে এমডিজি বাস্তবায়ন এবং এসডিজির বাস্তবায়ন দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের কথা প্রবাসীদের জানান রাষ্ট্রদূত মাসুদ। তিনি বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রবাসীদের দেশে রেমিটেন্স প্রেরণসহ আরও ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যের আগে গত ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় দিবস টেবিল টেনিস টুর্ণামেন্টের বিজয়ীদের মাঝে ‘বিজয় দিবস টেবিল টেনিস ক্রেস্ট’ পুরস্কার প্রদান করা হয়।
উন্মুক্ত আলোচনা শেষে জাতির পিতা, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জেনোসাইড-৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, শহীদ পরিবারের সদস্য ডা: মাসুদুল হাসান ও ড. গুলশান আরা প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.