জাতীয় ব্যুত্থান প্রতিযোগীতা ২০১৫ আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে
বান্না, রাজশাহীঃ
বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ব্যুত্থান প্রতিযোগীতা ২০১৫। এতে রাজশাহী বিভাগসহ অন্যান্য বিভাগ থেকে প্রতিযোগীর অংশগ্রহন করবেন।
রাজশাহী বিভাগীয় প্রধান ও উপশহর শাখার প্রধান প্রশিক্ষক জনাব এ কে এম কালাম লিটন জানান, প্রতিযোগীদের ওজন ও উচ্চতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। ক্যাডেট (অনুর্দ্ধ ১৬) বিভাগের জন্য ওজন শ্রেণি ২৫ কেজি/৫৫ পাউন্ড হতে ৪৫ কেজি/৯৯ পাউন্ড, নারী বিভাগের জন্য ৪৫ কেজি/৯৯ পাউন্ড হতে ৭৫ কেজি/১৬৫.৩ পাউন্ড এবং পুরুষ বিভাগের জন্য ৪৮ কেজি/১০৫.৬ পাউন্ড হতে ৭৮ কেজি/১৭১.৬ পাউন্ড পর্যন্ত। এছাড়াও প্রতিটি বিভাগের জন্য একটি করে উন্মুক্ত শ্রেণি থাকবে। তিনি আরও বলেন, এবারের প্রতিযোগীতায় রাজশাহী উপশহর শাখা থেকে ৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এছাড়াও এবার ঢাকা থেকে আনসার সদস্যরা প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন। গত বছর ঢাকায় উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল বলে তিনি আমাদের জানান।
উল্লেখ্য, ব্যুত্থান মার্শাল আর্ট ডিসকভারী চ্যানেলে প্রদর্শীত সুপার হিউম্যান, ৪০ রকমের বিভিন্ন মার্শাল আর্ট কায়দায় দক্ষ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্শাল আর্ট গ্রান্ডমাস্টার ড. ম্যাক ইউরী কর্তৃক উদ্ভাবিত একটি আত্মরক্ষা পদ্ধতি। তিনি এবারের প্রতিযোগীয় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।