জাপাকে নিয়েই চলতে চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও তাদের সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আর জাতীয় পার্টির পক্ষে এইচএম এরশাদ, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার ছাড়াও তাদের শরিক সম্মীলিত জাতীয় ঐকজোট মিলে মোট ৩৪ সদস্য উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে সংলাপে অংশ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি।
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত থেকে তিনি দেশকে উন্নতির পথে নিয়ে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। জাতির পিতা বাংলাদেশকে যে স্বল্পোন্নত দেশে রেখে গেছেন, সেখান থেকে আমরা দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের এ পথযাত্রায় আপনারা জাতীয় পার্টি পাশে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। আমরা একসঙ্গে এদেশকে এগিয়ে নিয়ে গেছি। যে সহযোগিতা পেয়েছি, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন মানুষের ভোটের অধিকার, সে অধিকারটা তারা প্রয়োগ করবে। আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আমাদের কাজ দেশের মানুষের সেবা করা এবং দেশকে উন্নত করা। আমরা সেভাবেই দেশকে উন্নত করেছি।’
তিনি বলেন, ‘উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে, সেটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের রাখতেই হবে।’