জামায়াতের প্রার্থিতা তিন দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

478

সংসদ নির্বাচনে অংশ নেয়া জামায়াত ইসলামীর প্রার্থীদের প্রার্থিতা বাতিল পূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণে চারজন ব্যক্তির করা আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। এবার জামায়েতের ২৫ জন প্রার্থী ধানের শীষ মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করবেন।

Jamayet-news

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

এর আগে গতকাল সোমবার জামায়াতে ইসলামীর প্রার্থীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি হয়ে। শুনানি শেষে আজ মঙ্গলবার পর্যন্ত তা মুলতবি করেন আদালত।

রিট আবেদনটি করেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির। রিটে ‘ধানের শীষ’ প্রতীকে ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন জামায়াত প্রার্থীর ভোটে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। এছাড়া জামায়াত নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করতে রুল জারির প্রার্থনা করা হয়েছে। রুলে বিচারাধীন থাকাবস্থায় বৈধ প্রার্থী হিসেবে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে তা স্থগিত চাওয়া হয় রিটে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.